ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধোঁয়ামুক্ত গ্রামের স্বীকৃতি পেল ত্রিপুরার ব্রজপুর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ধোঁয়ামুক্ত গ্রামের স্বীকৃতি পেল ত্রিপুরার ব্রজপুর

আগরতলা: ধোঁয়ামুক্ত গ্রামের স্বীকৃতি পেল ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ব্রজপুর। গ্রামটির প্রতিটি বাড়িতে অত্যাধুনিক রান্নার গ্যাসের চুলার ব্যবহার নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে এই স্বীকৃতি দেওয়া হলো।



ত্রিপুরার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা ব্রজপুরকে ধোঁয়ামুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি দিয়ে তার প্রশংসাপত্র সংশ্লিষ্ট ‘ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন’র প্রতিনিধিদের হাতে তুলে দেন।

ব্রজপুরে মোট ৫৯৯টি পরিবার বসবাস করে। এরমধ্যে ২৯০টি পরিবারে আগে থেকেই রান্নার গ্যাসের সংযোগ ছিল। সম্প্রতি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সহায়তায় বাকি ৩০৯টি পরিবারকে সুলভ মূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়।

রাজ্যের মধ্যে প্রথম ব্রজপুরই ধোঁয়ামুক্ত গ্রামের স্বীকৃতি পেল। এই স্বীকৃতি পেয়ে স্বভাবতই খুশী গ্রামবাসী।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।