কলকাতা: অ্যাপভিত্তিক ট্যাক্সির পরে এবার বাসের জন্য আলাদা একটি অ্যাপ নিয়ে এলো পশ্চিমবঙ্গের খড়গপুর সায়েন্স কলেজের এক ছাত্র। যাত্রীর অবস্থান থেকে তার কাঙ্ক্ষিত বাসটি কত দূরে আছে বা কতক্ষণের মধ্যে সেটি হাজির হতে পারে তার তথ্য পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে।
অ্যাপটির ব্যবহার শুরু হলে দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকার বিষয়টি বন্ধ হবে। মোবাইল ফোনের মাধ্যমে সেই তথ্য জানতে পারবেন যাত্রীরা।
রেডিও ফিজিক্সের ছাত্র অভিষেক মজুমদারের বানানো এই অ্যাপ নিত্য যাত্রীদের অনেকটাই সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু বেসরকারি বাসের সঙ্গে জিপিআরএস যুক্ত করা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই কলকাতার সমস্যা বেসরকারি বাসে এই পরিষেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ভিএস/এএ