আগরতলা: আগরতলায় মণিপুরী সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘পুথিবা লাইহারওবা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, কাউন্সিলর বিশ্বজিৎ দাসসহ অন্যরা।
অনুষ্ঠানে উপস্থিত সব অতিথিদের মণিপুরী তাঁতে তৈরি ঐতিহ্যবাহী গামছা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে মণিপুর রাজ্য থেকে আগত সংগীত ও নৃত্যশিল্পীদের সংবর্ধনাও দেওয়া হয়।
শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। আর যুবকরা অস্ত্র পরিচালনার কৌশল দেখান। অনুষ্ঠান দেখতে প্রচুর সংখ্যক দর্শক ভিড় জমায়। উৎসবটি ১০ জানুয়ারি শুরু হয়েছিলো।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিআই