ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নায়ক রাহুল এবার লেখক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
নায়ক রাহুল এবার লেখক রাহুল বন্দ্যোপাধ্যায়

কলকাতা: জনপ্রিয় সিরিয়াল ‘তুমি আসবে বলে’র নায়ক রাহুল এবার লেখক। না সিরিয়ালে নয়, বাস্তব জীবনে।

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রথম বই ‘রাহুলের স্ক্রাপ বুক’ প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়।

রাহুল জানিয়েছেন তার ছোটবেলার স্বপ্ন ছিল লেখক হওয়ার। সেই স্বপ্ন সফল হতে চলেছে এবারের মেলায়।

এর আগে বেশ কিছু পত্রিকায় নিয়মিত লিখেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তার নতুন বই মূলত তার স্কুল জীবন এবং ফেলে আসা সময়ের গল্প নিয়ে।

রাহুলের প্রিয় লেখক শিবরাম চক্রবর্তী। তার বইতেও থাকবে নস্টালজিয়ার সঙ্গে হাসির মোড়ক। এক প্রশ্নের উত্তরে রাহুল জানান, তার পরিচালনা শুরু করার পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যেই তিনি পরিচালনার কাজে হাত দেবেন।

স্টুডিও থেকে রাত করে বাড়ি ফিরে ধূমপানের জন্য দেশলাই খুঁজতে থাকেন রাহুল, তার পর ঘটে যায় এক কাণ্ড! আর এই নিয়েই রাহুলের নির্মিত হবে রাহুলের পরিচালিত প্রথম ছবি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ভিএস/এমজেএফ/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।