আগরতলা: উন্নয়ন সংক্রান্ত ২০ দফা দাবিতে ত্রিপুরার উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় ১২ ঘণ্টার বনধ পালন করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া বনধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শাসক দল বামফ্রন্ট আগে থেকেই বনধের বিরোধিতা করেছে। তিন জেলার প্রায় সব সরকারি স্কুল, কলেজসহ অফিস খোলা রয়েছে। তবে স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিলো একেবারেই কম। কংগ্রেসের কর্মী-সমর্থকরা জেলাগুলোর বিভিন্ন সরকারি অফিসের সামনে দলের পতাকা-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে বনধ কার্যকরের চেষ্টা করছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুলিশের সহায়তা নিয়ে অফিসে ঢুকতে হয়েছে। অফিসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়নি খুব একটা।
বনধকে ঘিরে কংগ্রেস দলের কর্মীরা যতোটা তৎপর, বনধ বিরোধিতায় তার চেয়ে বেশি সক্রিয় শাসক দলের কর্মী-সমর্থকরা। তবে বনধকে ঘিরে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএম