কলকাতা: কাজের সময় বা অফিস টাইমে কলকাতা মেট্রোরেলের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হচ্ছে ভারতীয় রেল বোর্ডকে। বুধবার (২০ জানুয়ারি) রেল বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
অফিসে যাওয়া ও আসার সময় বেশি ভিড় হয় কলকাতা মেট্রোরেলে। এ সময় রেলের টিকিট বিক্রিও বেশি হয়। ফলে বাকি সময়ে ভাড়া একই রেখে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অফিস টাইম হিসেবে ঠিক কোন সময়কে বুঝাবে তা নির্ধারণে কাজ করা হচ্ছে বলেও জানান মেট্রোরেলের জেনারেল ম্যানেজার এ কে কাপুর।
এ মেট্রোরেলের যাত্রীদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তা নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। ভাড়া বাড়লে অভিযোগের বিষয়ে নজর দেওয়া হবে কিনা সে বিষয়ে যাত্রীদের মধ্যে প্রশ্নও দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ভিএস/টিআই