ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরায় নানা আয়োজন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরায় নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সারা ভারতের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরায়ও পালিত হচ্ছে দেশটির ৬৭তম প্রজাতন্ত্র দিবস।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতীয় সময় সকাল সাড়ে ৮টায় আগরতলার আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়।



জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এরপর তিনি হুডখুলা জিপে করে ত্রিপুরা পুলিশসহ বিভিন্ন আধাসামরিক বাহিনীর জওয়ানদের প্যারেড প্রত্যক্ষ করেন। পরে পুলিশ, আধাসামরিক বাহিনীসহ নন-সিকিউরিটি ফোর্সের সদস্যরা মার্চপাস্টে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেল কে নাগরাজসহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে রাজ্যের কৃতি জিমন্যাস্ট দীপা কর্মকার জিমন্যাস্টিক প্রদর্শনীতে অংশ নেন।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।