ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাম-কংগ্রেস জোট জল্পনায় মমতা ও শিন্ডে বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বাম-কংগ্রেস জোট জল্পনায় মমতা ও শিন্ডে বৈঠক ছবি: সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের (আইএনসি) কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং আইএনসি জোট বাঁধতে পারে বলে ছড়িয়ে পড়া জল্পনার মধ্যে ‍বুধবার (২৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন ‘নবান্নে’ এ দীর্ঘ বৈঠক হলো।



বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও এ নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে।

এদিকে, পশ্চিমবঙ্গের নেতাদের দিল্লিতে ডেকে পাঠিয়েছেন আইএনসি সহ-সভাপতি রাহুল গান্ধী। মনে করা হচ্ছে, সেখানে বিধানসভা নির্বাচনের বিষয়েই আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।