ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার সিপাহীজলা জেলায় সরিষার বাম্পার ফলন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ত্রিপুরার সিপাহীজলা জেলায় সরিষার বাম্পার ফলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার যাত্রাপুর এলাকায় এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে।

বাইরের রাজ্য থেকে ত্রিপুরায় ভোজ্যতেলের আমদানি কমে যাওয়ায় রাজ্যে তৈলবীজ চাষে গুরুত্ব দিয়েছে জাতীয় তৈলবীজ মিশন।

তাই মিশন থেকে রাজ্যের বিভিন্ন এলাকার চাষিদের সরিষা চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে। ফলে এবছর শুধুমাত্র সোনামুড়া মহকুমার যাত্রাপুর এলাকায় চাষিরা ৩৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন।

যাত্রাপুরের চাষি তাপস লস্কর বাংলানিউজকে বলেন, কৃষি দফতর থেকে চাষিদের হেক্টর প্রতি ৫ কেজি করে সরিষা বীজ দেওয়া হয়েছে। আমন ধান ঘরে তোলা শেষে মাঠে সরিষা বীজ রোপন করা হয়েছে।

তিনি আরও বলেন, জমিতে সেচের ব্যবস্থা থাকলে ফলন আরও ভালো হতো। তবে তার আশা, প্রতি কানি জমিতে এবছর সরিষা উৎপাদন হবে ৬ থেকে ৭ মণ।

আগেও সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে সরিষা চাষ হতো। তাই মহকুমায় একটি বড় আকারের তেলের মিলও স্থাপিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময় সরিষা চাষ কমে আসায় মিলটি বন্ধ হয়ে যায়।

গত বছর থেকে আবার চাষিরা নতুন করে সরিষা চাষে ঝুঁকছেন। এতে তারা বেশ লাভও করছেন। মহকুমার চাষিদের দাবি, সরকার যদি এলাকায় একটি তেলের মিল স্থাপন করে তবে চাষিরা আরো লাভবান হতেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।