আগরতলা: ত্রিপুরার আগরতলা থেকে নিষিদ্ধ কফ সিরাপ বোঝাই ট্রাক জব্দ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এসময় ট্রাকের চালক এবং সহকারী চালককেও (হেলপার) আটক করা হয়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে জব্দ করা নিষিদ্ধ ইএস কফ ও ফেনসিডিল খালাস করা হয়। এর আগে রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ’র ১৯৫ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
রাতেই জব্দ করা ট্রাক (এইচ আর ৬৯-১৯৭৭) এবং আটক ব্যক্তিদের নিশ্চিন্তপুর বিওপি’তে নিয়ে যাওয়া হয়।
ট্রাক চালক নিসার আহমেদ জানান, পাঞ্জাবের জলন্ধর শহর থেকে নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে তিনি আগরতলা যাচ্ছিলেন। তবে ট্রাকে মোট কত বোতল সিরাপ ছিল, তা তিনি জানেন না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ কফ সিরাপের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ রুপি।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এটি