ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় নিষিদ্ধ কফ সিরাপ বোঝাই ট্রাক জব্দ, আটক ২

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ত্রিপুরায় নিষিদ্ধ কফ সিরাপ বোঝাই ট্রাক জব্দ, আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার আগরতলা থেকে নিষিদ্ধ কফ সিরাপ বোঝাই ট্রাক জব্দ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এসময় ট্রাকের চালক এবং সহকারী চালককেও (হেলপার) আটক করা হয়।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে জব্দ করা নিষিদ্ধ ইএস কফ ও ফেনসিডিল খালাস করা হয়। এর আগে রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ’র ১৯৫ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।

রাতেই জব্দ করা ট্রাক (এইচ আর ৬৯-১৯৭৭) এবং আটক ব্যক্তিদের নিশ্চিন্তপুর বিওপি’তে নিয়ে যাওয়া হয়।

ট্রাক চালক নিসার আহমেদ জানান, পাঞ্জাবের জলন্ধর শহর থেকে নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে তিনি আগরতলা যাচ্ছিলেন। তবে ট্রাকে মোট কত বোতল সিরাপ ছিল, তা তিনি জানেন না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ কফ সিরাপের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।