আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী-বিজিবি কর্মকর্তারা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজ্যের খোয়াই জেলার উত্তর দুর্গানগরের নব নির্মিত বর্ডার আউট পোস্টে (বিওপি) সেক্টর কমান্ডেন্ট পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই বৈঠকে বিএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন পানিসাগর সেক্টরের ডি আই জি ডি কে শর্মা, ডি আই জি তেলিয়ামুড়া সেক্টর রাজীব সিনহা, বি এস এফ’এর ৪৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট আর এল নায়েক প্রমুখ।
আর বিজিবি-এর পক্ষে শ্রীমঙ্গল সেক্টরের মো. কমান্ডার তারেকুল ইসলাম খান, ৫২ ব্যাটালিয়নের কমান্ডার নিয়াবুল কবির, ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার সাজ্জাদ হোসেন, ৪৬ ব্যাটালিয়নের কমান্ডার নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র বলছে, সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ টহল, সীমান্ত অপরাধ, পাচার বাণিজ্য, খোয়াই নদীর রক্ষাসহ খোয়াই জেলার সীমান্তের যেসব অংশে কাঁটাতারের বেড়া নির্মাণে সমস্যা রয়েছে-সেসব বিষয়ে আলোচনা করেছেন কর্মকতার্রা।
তারা বলছেন, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আলোচনা সফল হয়েছে।
খোয়াই জেলার পহরমুড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় গিয়ে বৈঠক শেষে ফের সেখান দিয়েই দেশে ফেরেন বিজিবি কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/