কলকাতা: একটি খুনের মামালায় একসঙ্গে ১১ জন দোষী ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর আদালত।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নদীয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পার্থসারথি মুখোপাধ্যায় এ রায় দেন।
২০১৪ সালে একটি জমির বিবাদ কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে খুন হন এক গৃহবধূ। জমি দখল করতে গিয়ে সন্ত্রাসীরা ২০১৪ সালে ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘুঘরোগাছি গ্রামে বোমা ও গুলি নিয়ে হামলা চালায়। ওই জমিতে ৫৪ জন কৃষক চাষ করতেন।
জমি রক্ষা করতে গিয়ে গুলিতে জখম হন অপর্ণা বাগ নামে এক কৃষক পরিবারের গৃহবধূ। চাষের জমির মধ্যেই তিনি মারা যান। বেপরোয়া গুলি-বোমায় জখম হন আরও দুই নারী ও এক ছাত্র।
অভিযুক্তদের মধ্যে এখনো একজন পলাতক বলে জানা যায়। একসঙ্গে ১১ জনের ফাঁসির আদেশ ভারতে বিরল ঘটনা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
ভিএস/এএ