ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মদের জন্য স্ত্রী-পুত্রকে পুড়িয়ে মারার চেষ্টা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ত্রিপুরায় মদের জন্য স্ত্রী-পুত্রকে পুড়িয়ে মারার চেষ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: মদ খাওয়ার জন্য রুপি চেয়ে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজ স্ত্রী-পুত্রকে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন বাংলা-হাওর গ্রামের বাসিন্দা দীপক সরকার।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে।



দীপকের স্ত্রী লীলা সরকার বাংলানিউজকে জানান, রাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরে তার কাছে আরও মদ পানের জন্য রুপি দাবি করেন দীপক। কিন্তু লীলা রুপি দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তাদের ১১ বছরের ছেলেকে ভেতরে রেখে দরজা লাগিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন দীপক। আগুন দেখে মা ও ছেলে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ থাকায় বের হতে না পেরে চিৎকার করতে থাকেন তারা। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা কল্যাণপুর ফায়ার সার্ভিস অফিস ও থানায় খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ও মাতাল দীপককে তাদের গাড়িতে করে থানায় দিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
আরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।