ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫ দফা দাবিতে আগরতলায় গণঅবস্থান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
৫ দফা দাবিতে আগরতলায় গণঅবস্থান

আগরতলা: দলিত ইস্যু নিয়ে অবিলম্বে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডাকা, ত্রিপুরা রাজ্যে একটি লোকসভা আসন বৃদ্ধি করে তা তফসিলি জাতির জন্য সংরক্ষণ করাসহ ৫ দফা দাবিতে আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার(৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে একদিনের এই গণঅবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সদর বিভাগীয় কমিটি।



কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিধায়ক তথা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক সুধন দাস, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তীসহ সমিতির অন্য নেতারা।

গণঅবস্থানে সদর মহকুমার বিভিন্ন এলাকা থেকে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সদস্যরা উপস্থিত হয়েছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।