কলকাতা: অ্যাপ নির্ভর ট্যাক্সির সাফল্যের পর এবার কলকাতায় চালু হচ্ছে মোবাইল ‘অ্যাপ’ নির্ভর বাস সার্ভিস। এই পরিষেবায় স্মার্ট ফোনে ডাউনলোড করা অ্যাপের মাধ্যমে বাসের পরিষেবা ব্যবহার করা যাবে।
কলকাতায় বাসের সংখ্যা কমে যাওয়ার অভিযোগ ক্রমাগত বাড়ছে। বাসের সংখ্যা কমে যাওয়ার কারণে বাসযাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে চাপ বাড়ছে মেট্রোরেলের ওপর।
অন্যদিকে, বাসের ভাড়া বাড়ানো নিয়ে পশ্চিমবঙ্গের পরিবহন অধিদফতরের সঙ্গে বাস মালিকদের সংগঠনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এসব সমস্যা সমাধানে ‘অ্যাপ’ নির্ভর বাসের কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার।
একটি সূত্র জানায়, আগামী বিধানসভা নির্বাচনের আগেই কলকাতাবাসীর কাছে উপহার স্বরূপ ‘অ্যাপ’ নির্ভর বাস চলে আসতে পারে। তবে এই সম্ভাবনার কথায় যথেষ্ট হতাশ বেসরকারি বাসের মালিকরা।
তাদের মতে, ‘অ্যাপ’ নির্ভর বাস কলকাতায় চালু হলে সাধারণ বাসের যাত্রী সংখ্যা অনেক কমে যাবে। এতে ক্ষতির মুখে পড়বে বেসরকারি পরিবহন শিল্প।
যদিও দিল্লিতে এর মধ্যেই অ্যাপ নির্ভর বাস চালু হয়ে গেছে। মনে করা হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই কলকাতার রাস্তায় হাজির হবে এই নতুন ধরনের 'অ্যাপ' নির্ভর বাস সার্ভিস।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
ভিএস/টিআই