আগরতলা: ত্রিপুরা ৪৪ বছর আগে পূর্ণ রাজ্যের মর্যাদা পেলেও এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে আছে বলে মন্তব্য করেছেন রাজ্যের সাবেক বিরোধী দল কংগ্রেসের বিধায়ক রতন লাল নাথ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রতন লাল নাথ বলেন, ত্রিপুরা ৪৪ বছর আগে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছে। কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে আছে এখানকার সরকার। ২০১৫-১৬ অর্থবছরে ত্রিপুরা রাজ্যের নিজস্ব আয় হল মোট ব্যয়ের মাত্র ১১ শতাংশ৷ ২০১৫-১৬ অর্থবছরে রাজ্যের মোট আয় হবে প্রায় ১৮ কোটি রুপি। প্রতিদিন গড়ে খরচ হবে প্রায় ৪৯ কোটি ৩২ লাখ রুপি।
তিনি বলেন, রাজ্য সরকারের বার্ষিক আয় দিয়ে মাত্র ৩২ দিন রাজ্য চালানো সম্ভব। বছরের বাকি ৩৩৩ দিনের খরচ চালানোর জন্য ভারত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে ত্রিপুরা সরকারকে।
রতন লাল নাথের অভিযোগ, ভারতের জাতীয় ঋণ দানের অনুপাত বা ক্রেডিট রেশিও যেখানে ৭৭ শতাংশ, সেখানে ত্রিপুরা রাজ্যের ক্রেডিট রেশিও মাত্র ৪৪ শতাংশ। রাজ্য সরকারের স্বজনপ্রীতির কারণে রাজ্যে এ রেশিও কমছে।
বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এইচএ/