কলকাতা: কলকাতার একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপর্যয়ে পড়েছে মেট্রো পরিষেবা এবং সংলগ্ন অঞ্চলের একাধিক সরকারি, বেসরকারি হাসপাতাল।
বুধবার (১০ ফেব্রুয়ারি) কলকাতার প্রিন্সেস ঘাটের কাছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই –এর একটি সাব-স্টেশনে আগুন লাগে।
মেট্রো রেলের চারটি স্টেশন বিদ্যুৎহীন হয়। ফলে থমকে যায় মেট্রো পরিষেবা। ভোগান্তিতে পড়েন অফিস যাত্রীরা। এছাড়া ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনা স্থল থেকে অন্তত তিন কিলোমিটার দূরত্বের রাস্তায়ও যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে এলেও, বিদ্যুৎ পরিষেবা চালু করা যায়নি। অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন। বিদ্যুৎ স্টেশনের কোন যান্ত্রিক গোলমালের ফলে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
ভি.এস/আরআই