আগরতলা: সুপরিকল্পিত কার্যক্রমের কারণে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ চাহিদার বড় অংশ পূরণ করছে নর্থ-ইস্ট পাওয়ার করপোরেশন লিমিটেড (নিপকো)। রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে এর তাপ বিদ্যুৎ প্রকল্প।
অনেকের কাছে এই পাওয়ার প্ল্যান্ট স্মার্ট অফিস হিসেবে পরিচিত।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে আগরতলা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের জিএম সুব্রত সাহা বলেন, সম্প্রতি ৪টি গ্যাস টারবাইনের মধ্যে দুটি কম্বাইন্ড সাইকেলে উন্নীত করা হয়েছে। কোনো জ্বালানি খরচ ছাড়াই কম্বাইন্ড সাইকেল পদ্ধতিতে পানি বাষ্পীভূত করে অতিরিক্ত ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।
পাশাপাশি পাওয়ার প্ল্যান্টের মধ্যে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অফিস এবং মেশিন ইউনিটের প্রয়োজনীয় বিদ্যুতের বেশির ভাগ আসছে এর সাহায্যে। আর ছুটির দিন শনি ও রোববার সৌর বিদ্যুৎ প্ল্যান্টের উদ্বৃত্ত বিদ্যুৎ কোয়ার্টার কমপ্লেক্সে পাঠানো হয়।
সুব্রত সাহা আরও জানান, বিদ্যুতের অপচয় রোধ করতে বিদ্যুৎ কেন্দ্র চত্বরে লাগানো হচ্ছে স্মার্ট সেন্সর সিস্টেম।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এটি