কলকাতা: তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক সিপিএম নেতা ও সাবেক মন্ত্রী রেজ্জাক মোল্লা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শাসকদল তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পশ্চিমবঙ্গের বামফ্রন্ট মন্ত্রী সভার ভূমি ও ভূমি সংস্কার অধি দফতরের মন্ত্রী রেজ্জাক মোল্লা আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
সিপিএম এর কোনো সাবেক মন্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনা এই প্রথম। যদিও রেজ্জাক মোল্লাকে সিপিএম থেকে বেশ কিছুদিন আগেই বহিষ্কার করা হয়েছিল।
রেজ্জাক মোল্লার তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়ে আগেই জল্পনা সামনে এসেছিল। জানা গিয়েছিল পছন্দমত বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে কিছুটা সমস্যা থাকায় তিনি সময় নিচ্ছিলেন।
অন্যদিকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাধারণ সভায় স্বমহিমায় আবার দলের নেতৃত্ব সামলাবেন শাসক দলের সাবেক সাধারণ সম্পাদক তথা রাজ্য সভার সদস্য মুকুল রায়।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ভিএস/বিএস