ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যজুড়ে সরস্বতী পূজা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ত্রিপুরা রাজ্যজুড়ে সরস্বতী পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যজুড়ে অনুষ্ঠিতদ হচ্ছে বিদ্য ও বুদ্ধির দেবী সরস্বতী পূজা।

শনিবার (১৩ই ফেব্রুয়ারি) বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মতে এ পূজা শুরু হয়।



শাস্ত্র অনুসারে সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী, তাই স্কুল কলেজ, নানা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিসে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এদিন ত্রিপুরা রাজ্য জুড়েও অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। সকাল থেকেই ছেলে-মেয়েরা রঙিন শাড়ি ও পাঞ্চাবী-পাজামা পরে স্কুলের পূজা মণ্ডপে আনন্দ করছে।

এখন সরস্বতী পূজার ধর্মীয় আচার আচরণ থেকে বেরিয়ে এক সামাজিক উৎসবে রূপ নিয়েছে, তাই এখন এই উৎসবে অন্য ধর্মাবলম্বীরাও সামিল হন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।