ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিআই অফিসে হামলার প্রতিবাদ ত্রিপুরা রাজ্য কমিটির

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
সিপিআই অফিসে হামলার প্রতিবাদ ত্রিপুরা রাজ্য কমিটির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত সিপিআই (এম) দলের কেন্দ্রীয় কমিটির অফিসে হামলার প্রতিবাদ জানিয়েছে দলের ত্রিপুরা রাজ্য কমিটি।

সিপিআই (এম) দলের অভিযোগ, রোববার (১৪ই ফেব্রুয়ারি) বিকেলে দলের দিল্লির কেন্দ্রীয় কমিটির অফিসে হামলা চালিয়েছে একদল দুবৃত্ত।

হামলার পেছনে রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঘ (আরএসএস) জড়িত বলে তাদের অভিযোগ।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী সরব হয়েছে সিপিআই (এম) দলের কর্মী, সমর্থকরা। দলের ত্রিপুরা রাজ্য কমিটিও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

রোববার সন্ধ্যায় সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দিল্লীর দলীয় কার্যালয়ের হামলার প্রতিবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।