কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রস্তাব আসলে বিবেচনা করে দেখবে সিপিএম নেতৃত্ব। এমনটাই কেন্দ্রীয় কমিটির বৈঠকে স্থির হয়েছে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে।
এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘোষিত জোট না হলেও এক ধরনের রাজনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই কথা আলোচনা হয়েছে।
এখন দেখার বিষয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে কোন প্রস্তাব আনুষ্ঠানিকভাবে আসে কি না। তবে রাজনৈতিক মহলের ধারণা সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপ জোটের সম্ভাবনার দিকেই নির্দেশ করছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ভিএস/আরআই