ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা পুরনিগমে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আগরতলা পুরনিগমে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা পুরনিগমে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিষয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে পুরনিগমের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের নগরোন্নয়ন দফতরের মন্ত্রী মানিক দে, নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব এস কে রাকেশ, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, পুরনিগমের সব পারিষদসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।

বৈঠকে আগরতলা পুরনিগমের মোট ৪৯টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কাজসহ পুর এলাকার নাগরিক পরিষেবা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।