ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এলএফটি’র ২ সদস্যের আত্মসমর্পণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ত্রিপুরায় এলএফটি’র ২ সদস্যের আত্মসমর্পণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) বিশ্বমোহন গোষ্ঠীর দুই কট্টর সদস্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজ্যের ধলাই জেলার অন্তর্গত লালছড়া এলাকার ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) গোবিন্দবাড়ী ক্যাম্পে আত্মসমর্পণ করেন তারা।



আত্মসমর্পণকারী হলেন- উত্তর জেলার অন্তর্গত পানিসাগর থানা এলাকার মানিক হালাম (৩৫) এবং ধলাই জেলার পশ্চিম গোবিন্দবাড়ী এলাকার কুকিলাইজয় ত্রিপুরা (২৬)।

পুলিশ জানায়, টিএসআর-এর ৮ম ব্যাটালিয়নের আইজিপি ক্ষত্রজয় রিয়াংয়ের কাছে আত্মসমর্পণ করেন তারা।

এসময় ওই দুই জঙ্গি একটি উচ্চক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস সেট (ভিএইচএফ), ৪৫০ টাকার বাংলাদেশি মুদ্রা ও একটি চাঁদার রসিদ বই বাহিনীর হাতে তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।