কলকাতা: অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে শহীদ আফ্রিদিরা। বিস্তার আলোচনা, নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা শেষে সরকারের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সরকারিভাবে সময় জানানো না হলেও শহীদ আফ্রিদির পাকিস্তান দল শুক্রবার (১১ মার্চ) কলকাতায় পা রাখবে বলেই জানা যাচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) লাহোর থেকে কলকাতার উদ্দেশ্যে এমিরেটসের একটি ফ্লাইটে রওয়ানা দেবে পাকিস্তান।
এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে কলকাতায়। যে হোটেলে পাকিস্তান দল থাকবে সেখানে কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে নিরাপত্তাজনিত সমস্যার কথা জানিয়ে ধর্মশালায় খেলতে রাজি হয়নি পাকিস্তান। অন্যদিকে ভারত বনাম পাকিস্তান খেলার জন্য নতুনভাবে সেজে উঠেছে ইডেন গার্ডেনসহ কলকাতা। কলকাতার ক্রিকেটপ্রেমীদের এখন অপেক্ষা ১৯ মার্চের সেই মহেন্দ্রক্ষণের জন্য। এদিন ইডেন গার্ডেনে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
ভিএস/এএ