আগরতলা: প্রত্যাশার ধারে কাছে নেই রেল বাজেট বলে মন্তব্য করেছেন বামফ্রন্ট নেতা ভারতের ত্রিপুরা রাজ্যের পরিবহনমন্ত্রী মানিক দে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিল্লির পার্লামেন্টে রেল বাজেট ঘোষণার পর ২০১৫-১৬ অর্থবছরে বাজেট সম্পর্কে নিজের মত প্রকাশ করতে গিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এবারের বাজেট দিশাহীন, কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে। এর লক্ষ্য কী, এসব কিছু পরিচ্ছন্নভাবে বলা নেই।
মন্ত্রী মানিক দে বাজেটে যাত্রী ভাড়া ও পণ্যের দাম না বাড়ানোর জন্য খানিকটা স্বস্তি প্রকাশ করেন। তবে এ বিষয়ে মন্ত্রীর আশঙ্কা পরবর্তী সময় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো সময় ভাড়া বাড়ানো হতে পারে।
এ বছরের বাজেটে উত্তর-পূর্ব ভারতের জন্য কিছুই দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ভারত ও বাংলাদেশের আগরতলা-আখাউড়ার মধ্যে রেলওয়ে সংযোগের জন্য দেড়শত কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। তবে এ প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হবে এ বিষয়ে কোনো উল্লেখ নেই বলেও মন্ত্রী মানিক দে দাবি করেন।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
টিআই