ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় এসএফ আই’র বিক্ষোভ মিছিল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আগরতলায় এসএফ আই’র বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফ আই)।

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দিল্লির জেএন ইউ’র ছাত্রদের গ্রেফতার এবং সর্বশেষে পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়ে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আগরতলায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এদিন, এসএফ আই’র সদর বিভাগীয় কমিটির অন্তর্গত এম বি বি কলেজ এবং বি বি এম কলেজের সংগঠনের কর্মীরাও এ বিক্ষোভ মিছিলে সামিল হন।

তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনার জন্য ক্ষোভ ও ধিক্কার জানান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।