আগরতলা: জাতীয় স্বাস্থ্য মিশন ও আগরতলার বিবেক নগরের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) খোয়াই জেলায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
খোয়াই জেলার রামকৃষ্ণ মিশন ও ভারত কল্যাণ ক্লাব এ ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে।
ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এদিনের ক্যাম্পে মূলত শিশুরোগ বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ওষুধ বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের শারীরিক পরীক্ষা করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন বিবেক নগরের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবজ্ঞান্দজী মহারাজও। তিনি জানান, রামকৃষ্ণ মিশনের উদ্যোগে প্রতি মাসে রাজ্যের কোন না কোন এলাকায় এমন স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে।
এদিন ক্যাম্প থেকে শতাধিক মানুষ চিকিৎসা পরিসেবা গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস