আগরতলা: আগরতলায় মানবাধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এ সেমিনারের বিষয়বস্তু ছিল ‘জেলের কয়েদি এবং চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে মানবাধিকার’।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে জে সেনগুপ্ত, ত্রিপুরা মানবাধিকার কমিশনের দুই সদস্য আর পি মিনা এবং সমীরণ দাসসহ অন্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের কর্মীরা। সেমিনারে উপস্থিত বক্তারা মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ত্রিপুরা মানবাধিকার কমিশন ও ত্রিপুরা সরকারের আইন দফতরের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জেডএস