আগরতলা: ত্রিপুরা রাজ্যকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কৃষিতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হল শ্রী পদ্ধতিতে বোরো ধান চাষ।
ভারত সরকারের কৃষি দপ্তরের সহযোগিতায় এখন ত্রিপুরা রাজ্যে আউশ ও আমন মৌসুমের পাশাপাশি বোরো মৌসুমেও শ্রী পদ্ধতিতে ধান চাষ হচ্ছে।
গত কয়েক বছর বোরো মৌসুমে রাজ্যে শ্রী পদ্ধতিতে ধান চাষ করে বাম্পার ফলন হয়েছে। যেকারণে এবছরও ধলাই জেলায় কমলপুর কৃষি সেক্টরে নতুন করে ৪০০হেক্টর জমিতে এই পদ্ধতিতে চাষের পরিকল্পনা নিয়েছে দপ্তর।
এর মধ্যে পশ্চিম কুচাইনালা গ্রাম পঞ্চায়েতের ৫ হেক্টর জমিতে এ বছর নতুন করে শ্রী পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে।
সালেমা কৃষি অফিসের সেক্টর অফিসার প্রভাত দেববর্মা ও গ্রাম-সেবক প্রদীপ দাস মাঠ গিয়ে চাষিদের দেখিয়ে দিচ্ছেন কীভাবে শ্রী পদ্ধতিতে ধানের চারা রোপণ করতে হয়।
সেক্টর অফিসার প্রভাত দেববর্মা বাংলানিউজকে জানান, পশ্চিম কুচাইনালা গ্রামপঞ্চায়েতে আরও ৩৫ জন চাষি নতুন করে শ্রী পদ্ধতিতে বোরো ধান চাষ করছেন। এই পদ্ধতিতে ধান চাষে চাষিদের উৎসাহ বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
পিসি/