কলকাতা: মঙ্গলবার (০১ মার্চ) থেকে কলকাতায় চালু হচ্ছে মধ্যরাতের বাস পরিষেবা। প্রাথমিকভাবে কলকাতার হাওড়া স্টেশন থেকে এ বাস পরিষেবা চালু হবে।
ভারতীয় সময় রাত আড়াইটার (বাংলাদেশ সময় ২টা) দিকে প্রাথমিক এ বাস পরিষেবা চালু হবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে বাসের সংখ্যা বাড়ানো হবে।
কলকাতার বেসরকারি বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে এ পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে।
কলকাতার হাওড়া স্টেশনে দূরপাল্লার বেশ কিছু ট্রেন মধ্যরাতে এসে পৌঁছায়। সে সময় যাত্রীদের একমাত্র ভরসা হিসেবে থাকে ট্যাক্সি।
এক্ষেত্রে বাস পরিষেবা চালু হলে শহরের এবং শহরের বাইরে থেকে আসা মানুষদের অনেক সুবিধা হবে। কয়েক বছর আগে কলকাতায় সরকারি তরফে এ ধরনের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে বেসরকারি বাস মালিকদের তরফে এ পরিষেবা প্রথম।
ভারতের বিভিন্ন শহরে মধ্যরাতের বাস পরিষেবা যথেষ্ট জনপ্রিয়। কলকাতার নাগরিকদের কাছে এ পরিষেবা অল্পদিনেই জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা,মার্চ ০১, ২০১৬
ভিএস/জেডএস/