কলকাতা: বৃহস্পতিবার(৩ মার্চ) প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের বাম আন্দোলনের বরিষ্ঠ নেতা অশোক ঘোষ। অশোক ঘোষ পশ্চিমবঙ্গ ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন।
নেতাজি সুভাষ চন্দ্র বোসের আদর্শে দীক্ষিত অশোক ঘোষ পশ্চিমবঙ্গের বাম আন্দোলনের প্রবীণতম ব্যক্তি হিসেবে কাজ করে যাচ্ছিলেন।
ফেব্রুয়ারি মাসে তাকে শারীরিক অসুস্থতা জনিত কারণে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভারতীয় সময় বেলা ১১ টা নাগাদ এই প্রবীণ বাম নেতা প্রয়াত হন।
তার মৃত্যুর সামনে আসতেই পশ্চিমবঙ্গের বামফ্রন্টের নেতারা হাসপাতালে রওনা দিয়েছেন। প্রয়াত অশোক ঘোষ ১৯৪৬ সাল থেকে ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পদের দায়িত্ব সামলে আসছিলেন।
প্রবীণ এই নেতার মৃত্যুর খবরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৩ মার্চ , ২০১৬
ভি.এস/আরআই