আগরতলা: ত্রিপুরার সূর্য্যমনিনগর পাওয়ার গ্রিড থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু হচ্ছে ২৩শে মার্চ।
ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ সরবরাহের সূচনা করবেন।
বৃহস্পতিবার ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল ডিরেক্টর মহানন্দ দেববর্মা বাংলানিউজকে এ সব কথা জানান।
তবে ভারতের দিকের ভিডিও কনফারেন্সিংয়ের স্থান দিল্লিতে না আগরতলায় হবে তা এখনও স্থির হয়নি বলেও জানান তিনি।
এই বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৫ দশমিক ৫০ রুপি হবে। ‘নো ইলেক্ট্রিসিটি নো পেমেন্ট’ অর্থাৎ যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি হবে সেই পরিমাণ রুপি নেওয়া হবে, এক্ষেত্রে রেন্টালের কোন বিষয় নেই বলেও জানান মহানন্দ দেববর্মা।
আগরতলার পার্শ্ববর্তী সূর্য্যমনিনগর পাওয়ার গ্রিড থেকে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা পর্যন্ত ৪৭ কিমি দীর্ঘ ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন দিয়ে প্রাথমিকভাবে দৈনিক ১০০ কেভি বিদ্যুৎ রপ্তানি করা হবে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
আরআই