কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ শুক্রবার (০৪ মার্চ) ঘোষণা হতে পারে বলে জানিয়েছে সূত্র। মোট পাঁচ দফায় পশ্চিমবঙ্গে এ নির্বাচন হতে পারে বলেও জানা গেছে।
শুধু পশ্চিমবঙ্গ নয় আরও পাঁচটি রাজ্যের নির্বাচনের তারিখ এদিন ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে সূত্র।
ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছে। জানা গেছে, বাহিনীর প্রতিদিনের কাজের রিপোর্ট নির্বাচন কমিশনকে জমা দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নির্বাচনের তিনদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর টহল চলবে।
অন্যদিকে ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের নিয়ন্ত্রণ সরাসরি চলে যাবে নির্বাচন কমিশনের হাতে।
সূত্র জানায়, ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
ভিএস/জেডএস