ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় চালু হলো ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আগরতলায় চালু হলো ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় যাত্রা শুরু করলো ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ‘মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়’।

 

বুধবার (৩১ আগস্ট) এক অনুষ্ঠানের দিয়ে আগরতলার কলেজটিলা এম বি বি কলেজ এলাকায় নবনির্মিত এ বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে, কিন্তু পড়াশোনার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, সংসদ সদস্য শঙ্কর প্রাসাদ দত্ত, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য নির্বাহী সদস্য রাধা চরণ দেববর্মা, রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিং প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখেন অতিথিরা।

এটি রাজ্যের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, এর আগে আগরতলার স‍ূর্যমণি নগরে আরও একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।