আগরতলা: পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরা রাজ্যেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজ্যে এখন পর্যন্ত ১৪ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গিয়েছে বলে সূত্র জানায়।
সূত্র জানায়, আক্রান্ত রোগীরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রাজধানী আগরতলাসহ পশ্চিম জেলায়। তবে ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর আগে থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এই পরিস্থিতিকে কিভাকে দ্রুত মোকাবেলা করা যায় তার জন্য মহাকরণে শনিবার (০৩ সেপ্টেম্বর) এক জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এই বৈঠকে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যারা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
জিপি/বিএস