কলকাতা: গত দুই দিন ধরে বৃষ্টির প্রভাব কাটেনি কলকাতায়। তার মধ্যেই আবহাওয়া অধিদফতর সূত্রে পাওয়া খবরে জানতে পারা গেছে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত সোমবার থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টি হয়েছিল রাজ্যে। এর মধ্যে আবার আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি হলে এখানকার অফিস-আদালত কার্যক্রম বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সপ্তাহের শুরুতে হওয়া বৃষ্টির ফলে কলকাতা এবং হাওড়া ও বেশ কিছু জায়গায় এখন জল জমা। ফের বৃষ্টিতে রেল চলাচলেও প্রভাব পড়তে পারে।
বুধবার (০৭ সেপ্টেম্বর) আকাশে কিছুক্ষণের জন্য রোদ দেখা দেওয়ায় কিছুটা আসার আলো দেখেছিল কলকাতাবাসী। কিন্তু আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস সত্যি হলে আবারও সমস্যার মুখে পড়বেন নাগরিকরা সে কথা অনস্বীকার্য।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসএস/আইএ