ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় শান্তি র‌্যালি অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
আগরতলায় শান্তি র‌্যালি অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: মাদার তেরেসাকে ‘সেইন্ট’ উপাধিতে ভূষিত করায় আগরতলায় দুই দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এর উদ্যোক্তা ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুল সহ আরও কিছু সংস্থা।

এ উপলক্ষে শনিবার (১০ সেপ্টেম্বর) আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি শান্তির র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীত সিংহা, বিশপ লুম্যান মন্তেরও, সিস্টার সেলিনা ডি কোনফা, সহ ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, অক্সিলিয়াম গার্লস স্কুলের ছাত্রী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।  

এদিন বিকেলে মাদার টেরেসা সম্পর্কিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।  

রোববার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকার।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।