ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলার অফিসলেন জেলা পঞ্চায়েত অফিসে অগ্নিকাণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
আগরতলার অফিসলেন জেলা পঞ্চায়েত অফিসে অগ্নিকাণ্ড

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার অফিসলেন এলাকার পশ্চিম ত্রিপুরা জেলা পঞ্চায়েত অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ পঞ্চায়েত অফিসের তিনতলা থেকে কালো ধোঁয়া দেখতে পান সাধারণ মানুষ।

দ্রুত দমকল অফিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর ২টি ইউনিট।  

দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় অফিসের আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ নথি। তবে ছুটির দিন হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।  

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার জেলা শাসক (ডি এম) মিলিন্দ রামটেকসহ অন্য আধিকারিকরা।  

ডি এম মিলিন্দ রামটেক সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড।

তবে সাধারণ মানুষ মানতে নারাজ, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটলে আসবাবপত্রে আগুন লাগতো। কিন্তু আগুন আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ নথিতে লাগলো কিভাবে? 

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।