ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
আগরতলায় আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রোববার (১১ সেপ্টেম্বর) আগরতলা প্রেসক্লাব আয়োজিত দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

মানিক সরকার বলেন, ম্যাগাজিনের সাইজ অনুসারে এটিকে পৃথক করা ঠিক নয়, ম্যাগাজিনের ভেতরের বিষয়বস্তু হচ্ছে আসল।

উৎসবে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ থেকে আগত বিভিন্ন লিটল ম্যাগাজিনের সম্পাদক লেখক ও কবিরা অংশ নেন।

ত্রিপুরা রাজ্যে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে লিটল ম্যাগাজিন উৎসব। এটিকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে বসেছে লিটল ম্যাগাজিনের বিভিন্ন স্টল। উৎসব চলবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।