ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সাইবার ক্রাইম বেড়েছে ৩৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
কলকাতায় সাইবার ক্রাইম বেড়েছে ৩৫ শতাংশ

কলকাতা: কলকাতায় সাইবার অপরাধ এক লাফে বেড়ে ৩৫ শতাংশ হয়েছে। এছাড়া কলকাতার মোট অপরাধের ৫ শতাংশ সাইবার কেন্দ্রিক বলে জানা গেছে।

 

সোমবার (১২ সেপ্টেম্বর) ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থেকে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, গত এক বছরে সাইবার অপরাধে কলকাতায় গ্রেফতার করা হয়েছে ৩শ’ ৫৫ জনকে। বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই সাইবার অপরাধের শিকার হচ্ছেন। এর মধ্যে রয়েছে আর্থিক প্রতারণা, মিথ্যা পরিচয়ে সুবিধা ভোগ, সাইবার কেন্দ্রিক যৌন অপরাধ ইত্যাদি।
 
কলকাতার পাশের দু’টি রাজ্য ঝাড়খণ্ড ও বিহার থেকে বেশ কিছু অপরাধ সংঘটিত হয়েছে। যেখানে প্রতারিত হয়েছেন কলকাতার বিভিন্ন শ্রেণীর মানুষ। সাইবার অপরাধীদের কবল থেকে বয়স্করাও রেহাই পাচ্ছেন না।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে প্রচার চালাচ্ছে। সাইবার অপরাধের বিষয়ে জনসাধারণের আরও সচেতন হওয়া উচিত। পাশাপাশি সামাজিক ক্ষেত্রে এ বিষয়ে আরও সচেতনতামূলক কর্মকাণ্ড প্রয়োজন। তবেই এ সমস্যার রাশ টানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।