আগরতলা: ত্রিপুরার গোমতী জেলার বিভিন্ন এলাকার নারীদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে পাঁচ দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে নির্বাচিত মোট ৩০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
আগামী ১৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে গোমতী জেলার জেলা সদর উদয়পুরের রাজর্ষিতে শুরু হবে এ কর্মশালা। এতে অংশগ্রহণকারীদের পাছরা, পুতুল, নকশিকাঁথা সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে।
২৩ সেপ্টেম্বর (শুক্রবার) উদয়পুর টাউন হলে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি সামগ্রীর প্রদর্শনীর মধ্য দিয়ে কর্মশালার শেষ হবে।
ভারত সরকারের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আর্থিক সহায়তায় এবং গোমতী জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় হবে এ প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
জেডএস