কলকাতা (ভারত): আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও জাতীয় কংগ্রেসের নেতারা যাচ্ছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের পক্ষে থেকে ভারতের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
সূত্র জানায়, আওয়ামী লীগের সম্মেলনে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে জাতীয় কংগ্রেস।
তিন সদস্যের প্রতিনিধি দলে থাকছেন- জাতীয় কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, মৌসম বেনজির নূর ও গোলাম নবী আজাদ।
প্রদীপ ভট্টাচার্য জানান, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো। সেই ধারা বজায় রেখেই আমরা ওখানে যাচ্ছি’।
জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে, (২১ অক্টোবর) শুক্রবার তারা রওনা দেবেন ও ফিরবেন ২৩ অক্টোবর।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
ভিএস/এএটি/বিএস