আগরতলা: ত্রিপুরা রাজ্য বিধানসভার দু’টি আসনের উপ-নির্বাচন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভারতীয় নির্বাচন কমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বিধানসভার আসন দু’টি হলো- ৪ নম্বর বড়জলা তফসিল জাতি সংরক্ষিত আসন ও ২৫ নম্বর খোয়াই আসন।
ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৬ অক্টোবর নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে।
প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ০২ নভেম্বর।
১৯ নভেম্বর ভোটগ্রহণ এবং ২২ নভেম্বর ভোট গণনা করা হবে।
২৪ নভেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করে নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।
এ ভোট প্রক্রিয়াও অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। সচিত্র ভোটার পরিচয়পত্র দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে ভোটারদের।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এসসিএন/এএটি/এএসআর