ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সম্মেলনে যোগ দিতে ত্রিপুরা বিজেপির সভাপতি ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
সম্মেলনে যোগ দিতে ত্রিপুরা বিজেপির সভাপতি ঢাকায়

আগরতলা: বংলাদেশের ক্ষমতাশীল রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গেলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব।

আগামী ২২ ও ২৩ অক্টোবর সম্মেলন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী নীতি বিদ্রুহী দেব।

তাকে স্বাগত জানাতে আখাউড়া সীমান্তে আখাউড়া পৌর মেয়র তাজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মোহম্মদ সেলিম ভূঁইয়াসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্তে দাঁড়িয়ে বিপ্লব কুমার দেব বলেন, ভারত ও বংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক মোদি সরকার ক্ষমতায় আসার পর আরও গভীর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এসসিএন/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।