আগরতলা: সাংস্কৃতিক সংগঠন “শ্রুতি”র উদ্যোগে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আগরতলায় অনুষ্ঠিত হল ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব।
রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, প্রাকৃতিক তেল ও গ্যাস অনুসন্ধান সংস্থা’র (এনজিসি) ত্রিপুরা শাখার এসেট ম্যানেজার এস কে সোনি, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও সাংস্কৃতিকপ্রেমী ব্যক্তিত্ব রূপক সাহা, বাংলাদেশের বিশিষ্ট শিল্পী কাজি মাহাতাব সুমন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে এস কে সোনি ও রূপক সাহাকে আয়োজকদের তরফে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভানু লাল সাহা বলেন, রাজনৈতিক কারণে দুই দেশের মানুষ আলাদা হয়ে গেলেও এখন যখন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয় অংশের মানুষ মিলিত হয় তখন খুব একাত্ম বোধ করি।
তিনি আরো বলেন, রাজ্যের বর্তমান সরকার নিয়ম করে প্রতি বছর ১শ’টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
অনুষ্ঠানে রাজ্য ও বাংলাদেশের বিভিন্ন বয়সী শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। এর আগেও শ্রুতি এমন অনুষ্ঠানের আয়োজন করেছিলো।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এসসিএন/ আরআইএস/আরআই