আগরতলা: শনিবার (২৯ অক্টোবর) আলোর উৎসব দীপাবলি। এই উৎসবের মূল উদ্দেশ্য, সারা বিশ্ব থেকে সব অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে তোলা।
দীপাবলি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয় রাজ্যের গোমতী জেলার উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে।
এ উপলক্ষে মাতাবাড়ীতে বসে দু’দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক উৎসব।
এই মেলায় ত্রিপুরার বিভিন্ন এলাকার পাশাপাশি সমগ্র উত্তরপূর্ব ভারতসহ
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ও বাংলাদেশ থেকে দর্শনার্থীরা আসেন। প্রতিবছরের মতো এবছরও রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর। সেইসঙ্গে মন্দিরে যাওয়ার পথে এক কিমি আগে থেকে বাহারি আলোকমালায় সাজানো একাধিক গেট তৈরি করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে মন্দির ও আশেপাশের এলাকায় রঙিন আলো জ্বালানো হয়েছে। এদিন সন্ধ্যা থেকেই আশেপাশের মানুষ ভিড় জমাতে শুরু করেছে উৎসব চত্বরে।
সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা, অ্যাম্বুলেন্স, দমকলের
গাড়ি, পানীয় জলসহ নিয়োগ করা হয়েছে এক হাজার ৭শ পুলিশকর্মী ও ৫শ স্বেচ্ছাসেবক।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসসিএন/এসএনএস