আগরতলা: নিখিল ভারত কংগ্রেস কমিটির সহ-সভাপতি রাহুল গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেন।
বুধবার (০২ নভেম্বর) রাজধানী দিল্লিতে এক অবসরপ্রাপ্ত সেনা আত্মহত্যা করেন।
মৃত সেনা কর্মীকে দেখতে দিল্লির একটি হাসপাতালে যান নিখিল ভারত কংগ্রেস কমিটির সহ-সভাপতি রাহুল গান্ধী। কিন্তু রাহুল হাসপাতালে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে।
রাহুলের গ্রেফতারের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ মিছিল বের করে ত্রিপুরা কংগ্রেস। যা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রদক্ষিণ করে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজীৎ সিনহা, বিধায়ক গোপাল রায়সহ অন্য নেতারা।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসসিএন/জিপি/আইএ