কলকাতা: কলকাতার প্রখ্যাত সাউথ সিটি মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (০৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ওই মলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও গোটা মলের ভেতরের অংশে ধোঁয়ায় ভরে যায়।
তবে ভেতরে কেউ আটকে নেই। ঘটনার সময়ে মলের ভেতর থাকা সিনেমা হলে কিছু লোকজন ছিলেন।
দমকলের সঙ্গে সেখানে হাজির হয় ‘ডিজাস্টার ম্যানেজমেন্টে’র কর্মীরা। তবে বড় রকমের ক্ষয়ক্ষতি হবার আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
কলকাতার মেয়র ও দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগে এ আগুন লেগেছে। আগুন নিভে গেলেও আতঙ্কে রয়েছেন দোকানদার ও সাউথ সিটির বাসিন্দারা।
মলে বা সিনেমা হলে কেউ আটকে আছে কিনা সেই জন্য চলছে চিরুনি তল্লাশি চলছে বলে জনান তিনি।
এদিকে মলের ‘ফুড কোর্ট' থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬ আডেট সময়: ১১৩৫ ঘণ্টা
ভিএস/এসএইচ/জিপি/এমএ