ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হচ্ছে পাঁচদিনব্যাপী বিজয় উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
কলকাতায় হচ্ছে পাঁচদিনব্যাপী বিজয় উৎসব

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে এবারের বিজয় দিবসে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরীর নেতাজী ইনডোর স্টেডিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে।

কলকাতা: কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে এবারের বিজয় দিবসে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরীর নেতাজী ইনডোর স্টেডিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে।

২০১৫ সালেও বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে উপ হাইকমিশন। এবছরও সে ধারাকে বজায় রেখে নেতাজী ইনডোর স্টেডিয়ামে এ উৎসব উদযাপন করা হবে।

উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা। থাকবে বাংলাদেশের খাবার, শিল্প সংস্কৃতির নানা নিদর্শনও।

গত বছরের মতো এবারও বিশেষভাবে থাকছে ঢাকাই শাড়ি, টাঙ্গাইলের তাঁত ও রাজশাহীর সিল্ক।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর)  পাঁচদিনের উৎসব নিয়ে উপ হাইকমিশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর , ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।